যত ‘কেলেঙ্কারি ’ নিউটাউনের নামী মলের ভিতরই , ম্যাসাজ করাতে গিয়ে চরম ফেঁসে গেলো গ্রাহকরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নিউটাউনের ঝা চকচকে রাস্তা। বড়-বড় সব বিল্ডিং। আর সেখানেই গজিয়ে উঠছে আস্ত আস্ত শপিং মল। সেই মলের দ্বিতীয় তলায় স্পা সেন্টার। আপাত দৃষ্টিতে নিয়ন আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার কথা। কারণ রুমের ভিতরে আলো জ্বলছে। আলো আধাঁরি আবহে হাল্কা গান। বাইরে তখন বসে দৃশ্যত সুপুরুষ কয়েকজন ব্যক্তি। তাঁরা প্রত্যেকেই গ্রাহক। স্পা করাতে এসেছেন। কিন্তু এতদিন ধরে ভিতরে চলছিল অন্য ‘খেলা’। স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় পুলিশের। ভিতর থেকে গ্রেফতার একাধিক।

দীর্ঘদিন ধরে নিউ টাউনের ওই মলে স্পা সেন্টার চলছিল। তবে তার আড়ালে এভাবে দেহ ব্যবসা চলত তা কেউ বুঝে উঠতে পারেননি। কারণ, নিউটাউনে মাল্টি কমপ্লেক্সে জুড়ে রমরম করে চলছিল এই দেহ ব্যবসা। লাগানো ছিল ঝকঝকে স্পা-এর এক সাইনবোর্ডও। ফলে অনেকে জেনে গেলেও, বেশিরভাগই না জেনেই সেই স্পা সেন্টারে যেতেন। আর শনিবার যে সকল গ্রাহক গিয়েছিলেন তাঁদেরই যত দুর্ভোগ। কারণ ওই সেন্টারে হানা দেয় পুলিশ।জানা গেছে , এ দিন বিধান নগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ১৭ জন মহিলা ও সাতজন পুরুষকে আটক করেছে। এদের মধ্যে স্পা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাত কাস্টমারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দশজনকে বারাসত আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *