যাত্রীরা ভিড় ট্রেন থেকে পড়ে যাচ্ছেন দত্তপুকুরে! অবরোধ রেললাইনে
বেস্ট কলকাতা নিউজ : বুধবার সকাল থেকে শিয়ালদহ-বনগাঁ শাখা বিক্ষোভে উত্তাল হল লোকাল ট্রেন চালানোর দাবিতে। যাত্রীরা রেললাইন অবরোধ করেন দত্তপুকুর স্টেশনে। সেই অবরোধ চলে প্রায় ঘন্টা দেড়েক ধরে। এমনকি যাত্রীরা বিক্ষোভ জারি রাখেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল পুলিশ এলেও। বিক্ষোভকারীদের এও দাবি, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে অফিস টাইমে। প্রতিদিন যাতায়াত করা যাচ্ছে না প্রবল ভিড়ে জীবনের ঝুঁকি নিয়ে। অনেকেই পড়ে যাচ্ছেন ট্রেন থেকে। বিক্ষোভকারীরা আরও জানান, বারাসত, মধ্যমগ্রাম থেকে লোকাল চললেও অফিস টাইমে কোনও লোকাল ট্রেন চলছে না দত্তপুকুর স্টেশন থেকে। মূলত যাত্রীরা অবরোধ বিক্ষোভ করেন ৮:৪২ ও:৪২-এর দত্তপুকুর লোকাল অবিলম্বে চালু করার দাবিতেই।
এদিকে জিআরপিও পৌঁছে যায় ঘটনাস্থলে। তাঁরা মধ্যস্থতায় আসার চেষ্টা করেন যাত্রীদের সঙ্গে কথা বলেও। রেল পুলিশের আরও দাবি, তাঁদের কোনও হাত নেই এ বিষয়ে। ট্রেন চলাচল স্বাভাবিক হবে রাজ্য সরকারের অনুমতি পেলেই। কিন্তু সেই অনুমতি মিলছে না করোনা আবহে। এদিন যাত্রীরা অবরোধ থেকে পিছু হটেননি দেড় ঘন্টা কেটে গেলেও। এমনকি তাঁরা বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন ট্রেন চলাচল স্বাভাবিক না হলে।