যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন অতিক্রম করল ১৫০ দিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে করোনা সংকট কালে অসহায় গরিব মানুষদের কাছে রান্না করা খাবার তুলে দিতে। এরিমধ্যে ১৫০ দিনও অতিক্রম করল বামপন্থী ছাত্র যুবদের দ্বারা পরিচালিত এই ক্যান্টিন। শনিবার ছিল ওই ক্যান্টিনের ১৫০তম দিন। সেই উপলক্ষ্যে রবিবার এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ক্যান্টিনের ১৫১ তম দিনে। এ দিন এক সংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় গরিব মানুষকে খাবার দেওয়ার পাশাপাশি।

এদিনের এই অনুষ্ঠানে সুজন চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ডাক্তার ফুয়াদ হালিমের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অনিক দত্ত ,বাদশা মৈত্রের মতো চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। তাছাড়া বিভিন্ন জায়গার কমিউনিটি কিচেন পরিচালনার দায়িত্বে থাকা বামপন্থী কর্মীরাও সেখানে হাজির হয়ে জানান এই ব্যাপারে তাদের অভিজ্ঞতার কথাও। আর তাদের এই ক্যান্টিনের দেখাদেখি শ্রমজীবী ক্যান্টিন গড়ে উঠেছে অন্যত্র বিভিন্ন জায়গাতেও।এই দিনেও কয়েকশো মানুষ যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন থেকে রান্না করা খাবার সংগ্রহ করেন অন্যান্য দিনের মতোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *