যুদ্ধ নয় শান্তি চাই বার্তা’ দিয়ে মিছিল নাগরিক সমাজের , বাঁধা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের, ব্যাপক উত্তেজনা শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : যুদ্ধ নয় শান্তি চাই বার্তা’ দিয়ে মিছিলে সামিল হল শিলিগুড়ির নাগরিক সমাজ, এদিকে এই মিছিলে এসে বাঁধা দেওয়া হয় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফ থেকেও ,যার জেরে এমনকি ব্যাপক উত্তেজনা ছড়ায় শহর শিলিগুড়িতে। আবার অপর দিকে এদিন পাল্টা শিলিগুড়িতে এক বিশাল মিছিল করা হয় বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের তরফ থেকেও । এদিন স্লোগান দিয়ে তারা জানান , ভারত আমাদের গর্ব। এই দেশের উপরে যারাই আক্রমণ করবে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। এমনকি পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগান দিতে দিতে হিন্দু মহামঞ্চের সমর্থকেরা কোর্ট মোড় চত্বরে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। তারা আরো জানান আবার যদি পাকিস্তান এই অপরাধ করে তাহলে চরম থেকে চরমতম শাস্তি পাবে তারা।
