রক্ষাকবচ নাকচ হল আদালতে, ইডি-সিবিআই অভিষেককে তলব করতে পারে যখন তখন
বেস্ট কলকাতা নিউজ : আর নেই আদালতের রক্ষাকবচ। এবার চাইলেই ইডি বা সিবিআই তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন তখন ডেকে পাঠাতে পারে। যা নিয়ে চাপা উত্তেজনা শুরু হয়েছে শাসকদলের অন্দরেও । কী হয় কী হয় ভাব। নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর নির্দেশের ওপর স্তগিতাদেশের যে আবেদন অভিষেক করেছিলেন আদালত তা সোমবার নাকচ করে। অর্থাৎ ইডি বা সিবিআই অভিষেককে জেরা করতে পারে কুন্তলের মুখোমুখি বসিয়ে ।
তবে বিভিন্ন সময় অভিষেক বলেছেন , তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে সিবিআই। সেটাই হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে অভিষেক গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষাএমনই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘তাঁবু খাটিয়ে রাতের বেলায় কাদের সঙ্গে মিটিং করছেন আমরা সব জানি। আমাদের কাছে সব খবর আসছে। কিন্তু ওইভাবে উনি বাঁচাতে পারবেন না।