রমরমিয়ে বেআইনি কারবার চলছিল কল সেন্টারের আড়ালে ,সাইবার পুলিশ হানা দিতেই পর্দাফাঁস হল বিরাট জালিয়াতি চক্রের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আন্তর্জাতিক কল সেন্টারের পর্দাফাঁস৷ নরেন্দ্রপুর থেকে গ্রেফতার হল এই চক্রের অন্যতম পান্ডা৷ বিধাননগর সাইবার পুলিশ গ্রেফতার করল৷ সূত্র মারফত খবর পেয়ে কিছুদিন আগে সল্টলেক সেক্টর ৫-এ একটি কল সেন্টারে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে বিধান নগর সাইবার পুলিশ। তাদেরকে নিজেদের কাজ নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে গ্রেফতার করে বিধান নগর পুলিশ। এই ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হয়। নরেন্দ্রপুর থেকে এই চক্রের অন্যতম পান্ডা শুভ্রনারায়ন দাস মন্ডলকে গ্রেফতার করে বিধান নগর সাইবার পুলিশ।তাঁর কাছ থেকে মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি কল সেন্টার থেকে কাস্টমারদের সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *