রমরমিয়ে কারবারচলছিল বিডিও অফিসের পিছনে , সব পর্দাফাঁস গভীর রাতে ‘গোপন সূত্রে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

(**) জেলা সংবাদ ৩ (২)

বেস্ট কলকাতা নিউজ : একেবারে বিডিও অফিসের পিছনে রমরমিয়ে চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির চক্র। অবশেষে পর্দা ফাঁস। পুলিশের হাতে গ্রেফতার ৪। এদিনই ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডোমজুড়ের বিডিও অফিসের পিছনে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভুয়ো আধার কার্ড তৈরির কারবার চলাচ্ছিল ধৃতরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সেখানে হানা দেয় ডোমজুড় থানার পুলিশ। একেবারে হাতেনাতে ধরা পড়ে যায় চারজন। ধৃতদের মধ্যে রয়েছেন ছোটু ভট্টাচার্য, সৌমেন্দ্রনাথ কর, আলিফ গাজী এবং কৌশিক চক্রবর্তী। প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা বলে জানা গেছে।

যদিও শুরুতেই তাঁদের ধরা হয়নি। দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। তারপরই গভীর রাতে গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, এই আধার কেন্দ্রটির কোনও লাইসেন্সই নেই। অবৈধভাবেই চলছিল কাজ। এখানেই মোটা টাকার বিনিময়ে তৈরি হয়ে যেত নকল আধার কার্ড।

পুলিশি জেরায় সবটাই স্বীকার করেছেন ধৃতেরা। পুলিশে জেরার মুখে সকলেই ভেঙে পড়ে নিজেদের অপরাধের কথা খুলে বলেন। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েই তাঁদের এই কাজে হাতেখড়ি। সেখান থেকেই চলতো গোটা চক্র। তাঁদের কাছ থেকে বেশ কিছু নকল আধার কার্ডাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। একইসঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, কী প্যাড, মাউসও বাজেয়াপ্ত করেছে। আপাতত ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *