“রাজ্যপাল বিজেপির নতুন সভাপতি হতে চান, এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
নিজস্ব সংবাদদাতা : “রাজ্যপাল বিজেপির নতুন সভাপতি হতে চান,এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি জানান রাজ্যপাল যেভাবে ক্রমশ বিজেপির হয়ে ওকালতি করে যাচ্ছেন, তাতে সেটা একেবারে লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উদয়ন গুহ এদিন আরো জানান এই ব্যাপারটা একেবারে চরম হাস্যকর হয়ে গেছে। রাজ্যপাল তার নিজের দায়িত্ব একেবারে ভুলে গেছেন। আর বিজেপির দায়িত্ব নিয়ে ফেলেছেন। তিনি ভালো করেই জানেন বাংলার মাটিতে বিজেপির না আছে কোন বর্তমান না আছে কোন রকম ভবিষ্যৎ, তাই রাজ্যপাল নিজেই একরকম উদ্যোগী হয়েছেন, যেভাবেই হোক বাংলাকে বিজেপির হাতে তুলে দিতে হবে। তাই যা ইচ্ছা তাই করে ফেলেছেন রাজ্যপাল। মন্ত্রী উদয়ন গুহ এদিন এও বলেন তার আর রাজ্যপাল থাকতে ইচ্ছে করছে না। বিজেপির জার্সি পড়ে ফেলেছেন তিনি। তাই এখন তার একমাত্র দায়িত্ব , যেভাবেই হোক তৃণমূলের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ তৈরি করা। আর এটাই তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে বলেও এদিন জানান মন্ত্রী উদয়ন গুহ।
