রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা করোনা আবহে, পর্যটকরা অবশেষে ঘরমুখী পাহাড় থেকে
বেস্ট কলকাতা নিউজ : ভ্রমণ প্রিয় বাঙালি দিঘা থেকে দার্জিলিং সর্বত্রই বেড়িয়ে পরেছিলো নতুন বছরের শুরুতেই। এমনকি পর্যটন ব্যাবসার সাথে যুক্ত হোটেল, রিসর্ট, হোম স্টে-র মালিক থেকে শুরু করে ট্যুর অপারেটর এবং এজেন্টরাও ক্রমশ স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানর। কিন্তু করোনার লাগাম ছাড়া সংক্রমণ যেন গোটা চিত্রটা পাল্টে দিলো এক লহমায় ।ইতিমধ্যেই একাধিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার, ফলে বন্ধ হয়েছে পর্যটনকেন্দ্র গুলোও।
এই পরিস্থিতিতে পাহাড় থেকে অবশেষে নামতেও শুরু করেছেন পর্যটকরা। ট্রয় ট্রেন চালু থাকলেও তা কার্যত ফাঁকা। এক ই ছবি রজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও। পর্যটকশূন্য এমনকি বাঁকুড়ার বিষ্ণুপুর। বোলপুর থেকে পুরুলিয়া ছবিটা মূলত এক সব জায়গাতেই।অতি মারির কারণে বুকিং বাতিল হয়ে যাওয়ায় পর্যটন ব্যাবসার সাথে যুক্ত সকলেই আর্থিকভাবে চরম সমস্যায় পড়েছেন । মন খারাপ এমনকি ভ্রমণ প্রিয় আপামর বাঙালিরও।