রাজ্য পাঁচ বছরের জন্য পেট্রল-ডিজেলে কর মকুব করবে এই শর্ত মানলে , তৃণমূলের পাল্টা চ্যালেঞ্জ মোদীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :রাজ্য সরকার পাঁচ বছরের জন্য পেট্রল-ডিজেলে কর মকুব করবে বকেয়া টাকা মিটিয়ে দিলেই । তৃণমূল সরকার এমনি চ্যালেঞ্জ দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।উল্লেখ্য, বুধবার দুপুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলোর ঘাড়ে দোষ চাপিয়ে দেন পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের জবাব দিয়েছিলেন। এদিকে গতকাল সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস কেন্দ্রের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ল জ্বালানি তেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে । দলের টুইটার হ্যান্ডলে এও জানানো হয়েছে, মোদী সরকার যদি রাজ্যকে তার বকেয়া প্রাপ্য মিটিয়ে দেয় তবে পশ্চিমবঙ্গ সরকার পেট্রল-ডিজেলের উপর থেকে সমস্ত কর মকুব করে দেবে আগামী পাঁচ বছরের জন্য।

তৃণমূলের টুইটারে এও লেখা হয়েছে, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, কেন্দ্রীয় সরকার যদি আমাদের বকেয়া পরিশোধ করে, পশ্চিমবঙ্গ সরকার পেট্রল এবং ডিজেলে সমস্ত কর ছাড় দেবে আগামী পাঁচ বছরের জন্য! কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে ৯৭,৮০৭ কোটি ৯১ লক্ষ টাকা। নরেন্দ্র মোদীজি, দেখা যাক আপনি এখন সেই টাকা দিতে পারেন কি না।’

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বলেন, ‘‘দেশবাসীকে সুবিধা দিতে গত নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকার আন্তঃশুল্ক কমিয়েছিল ।রাজ্যগুলিকে তখনই অনুরোধ করা হয়েছিল, তারাও যেন কর কমায়। কিন্তু কিছু রাজ্য কেন্দ্রের সেই কথা শুনে ভ্যাট কমালেও তা করেনি অনেক রাজ্যই। এমনকি দেখানো হয়েছে কোনও না কোনও কারণও। এখন সেই সব রাজ্যকে অনুরোধ করছি গত ছ’মাস আগেই যেটা করার ছিল সেটা এখন করে মানুষের সুবিধা করে দেওয়া হোক।’’

এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, ‘‘রাজ্যের উপরে বোঝা না চাপিয়ে নিজের দিকে দেখুন। আপনি কত টাকা রাজস্ব আদায় করেছেন পেট্রল, ডিজেল থেকে?’’ এর পরে হিসাব পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘২০১৪ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোদী সরকার পেট্রল আর ডিজেল থেকে ১৭ লাখ ৩১ হাজার ২৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।’’ রাজ্যের উপরে দায় চাপানোর চেষ্টা করে কোনো কাজ হবে না বলে জানিয়ে তিনি বলেন, ‘‘কেন্দ্রকে অবিলম্বে কমাতে হবে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামও ।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *