রাজ্য পুলিশ পুরোপুরি সমর্থ কলকাতা পুরভোট করাতে– রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিজেপি নেতারা রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে সম্রতি জানিয়েছিলেন, কলকাতা পুরসভা নির্বাচন করা হোক কেন্দ্রীয় বাহিনী দিয়েই। এমনকি এই দাবি করা হয়েছিল স্মারকলিপি মারফত। এবার বাংলার পুলিশ–প্রশাসন রাজ্য নির্বাচন কমিশনকে বার্তা দিল যে, কলকাতা পুরসভার নির্বাচন করাতে পুরোপুরি সমর্থ রাজ্য পুলিশই। এমনকী রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি খসড়া রিপোর্ট জমা করা হয়েছে বিষয়টি নিয়ে। সুতরাং বিজেপির কোনো দাবি মান্যতা পাচ্ছে না এক্ষেত্রে। এই নির্বাচনে সুযোগ হয়তো থাকছে না আধাসেনা ব্যবহারের ক্ষেত্রেও ।মূলত আগামী ১৯শে ডিসেম্বরই হতে চলেছে কলকাতা পুরসভার নির্বাচন। সুতরাং হাতে আর বেশি সময় নেই। তাই জানতে চাওয়া হয়েছিল নিরাপত্তার বিষয়টিও। এমনকি জানতে চাওয়া হয়েছিল কলকাতা পুরসভা নির্বাচনে কত পুলিশ ব্যবহার করা যাবে, তাদের বিন্যাস কী হবে, সেই ব্যাপারেও। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে নিরাপত্তা নিয়ে পুলিশ কর্তৃপক্ষের পরিকল্পনা হাতে এলেই।

প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের প্রশ্নাবলী পাওয়ার পর খসড়া রিপোর্ট জমা দেওয়া হয়েছে রাজ্য ডিজি’র পক্ষ থেকেই । সেখানে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে নিরাপত্তা দিতে পুলিশ সমর্থ বলেই। ফলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দাবি আপাতত বিশ বাঁও জলে গেলো বলেই। এদিকে রাজ্য নির্বাচন কমিশনও নিশ্চিন্ত হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই বলে আশ্বস্ত করায় যে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের নির্বাচনে নিরাপত্তা দিতে রাজ্য পুলিশই যথেষ্ট বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *