রাতে সিকিমের দুর্যোগপূর্ণ রাস্তা প্রবল ঝুকি নিয়ে পারাপার করছেন পর্যটকেরা
নিজস্ব সংবাদদাতা: সিকিমের সোনা ঝরাতে ধস নামার কারণে প্রচন্ড বিপদে পর্যটকেরা। ফেরবার কোন সময় পাচ্ছেন না তারা। বিশেষ করে উত্তর সিকিমের অবস্থা প্রচন্ড খারাপ। ধস নামার ফলে প্রচন্ড মুশকিলে পড়ে গেছেন পর্যটকেরা। সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকে আছেন তারা, নেই জল নেই খাবার, গতকাল দুপুরে সেনাবাহিনী হেলিকপ্টার করে তাদের কাছে কিছু খাবার পৌঁছে দিলেও অনেক পর্যটক খাবার পায়নি। অনেকে যদিও যেতে পেরেছেন তবে সিকিম থেকে শিলিগুড়ি আসতে প্রায় দ্বিগুণ সময় লেগে যাচ্ছে।
এদিকে রাস্তা ঠিক করতে এখনো তিন মাস সময় লাগবে বলে জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকে। দক্ষিণ সিকিমের অবস্থাও তো খারাপ না হলেও উত্তর সিকিমে পরিস্থিতি চরম আশঙ্কাজনক। উপায় না দেখে ঝুঁকি নিয়ে রাতেই চলাচল করছেন পর্যটকেরা। অতিরিক্ত টাকায় গাড়ি বুক করে শিলিগুড়ি আসছেন তারা। সিকিমে পরিস্থিতি খারাপ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আবার দুই থেকে তিন দিনের জন্য রাস্তা বন্ধ হতে পারে, বলে জানিয়েছে প্রশাসন। রাতের আবহাওয়া দেখে সেনাবাহিনী খুব সাবধানে একের পর এক পর্যটকদের গাড়ি পার করতে হবে বলে জানিয়েছে। ধস যে কোন সময় নামতে পারে, তাই পর্যটকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে সেনাবাহিনী। এছাড়াও পুজোর আগে এবং পূজার মধ্যে পর্যটকরা যেভাবে আসতে চান সিকিমে তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে হেল্প লাইন নম্বরে ফোন করেই যেন তারা নিশ্চিত হয়ে সিকিমে বেড়াতে আসে।