রুপোলি ইলিশ বাজারে আসতে পারে সপ্তাহ শেষেই , মৎস্যজীবীরা আশা দিলেন বর্ষার শুরুতেই
বেস্ট কলকাতা নিউজ : বাজারে রুপোলি ইলিশ এর দেখা মিলতে পারে সপ্তাহের শেষেই । দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা শোনালেন এমনি এক সুখবর। মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি থাকে মূলত ১৪ ই এপ্রিল থেকে ১৪ ই জুন পর্যন্ত। সময় শেষের পর ছাড়পত্র মিলতেই মৎস্যজীবীরা ট্রলার ভাসিয়েছেন সোমবার ভোররাত থেকেই।গত বছর মরসুমভর বাঙালির পাতে এক রকম হাহাকার পড়েছিল ইলিশের আকালে। তেমনই আয় কমে যাওয়ায় মৎস্যজীবীদেরও টান পড়েছিল সংসারে। কারণ সারাবছর মাছ ধরলেও এই ইলিশের মরসুমেই মৎস্যজীবীদের বছরভরের সংস্থান হয়।
তবে এ বার প্রথম থেকেই আশাবাদী তাঁরা। দীর্ঘ লকডাউনের জেরে অনেকটাই কমে গেছে সমুদ্রের দূষণ। এদিকে বর্ষাও এসেছে সময় মতই।শুধু বঙ্গোপসাগর থেকে মোহনার দিকে ইলিশের ঝাঁক টেনে আনে যে বায়ু প্রবাহ তা তেমন নেই। তবুও এ বার মাছ বেশি পাওয়া যাবে বলেই আশা মৎস্যজীবীদের।