রোজ়ভ্যালি ফেরত দিয়েছে বিনিয়োগকারীদের ১০ হাজার ৫০০ কোটি টাকা ,এমনটাই জানাল ED
বেস্ট কলকাতা নিউজ : অর্থলগ্নি সংস্থা রোজ়ভ্যালি ১০ হাজার ৫০০ কোটি টাকা ফেরত দিয়েছে তাদের বিনিয়োগকারীদেরকে। এমনটাই জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। আরও জানা গেছে রোজ় ভ্যালি সংস্থা ১৭ হাজার ৫০০ কোটি টাকা তুলেছিল অমানতকারীদের থেকে। তার মধ্যে ১০ হাজার ৫০০ কোটি টাকা তারা ফেরত দিয়েছে বলেও ED-র এক আধিকারিক জানিয়েছেন।ওই আধিকারিক আরও জানিয়েছেন, ED ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ৪ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তিও। এবং PMLA (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) আদালতে রুজু করা হয়েছে আর্থিক তছরুপ সংক্রান্ত দু’টি মামলাও।
প্রসঙ্গত, রোজ় ভ্যালি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয় ছয় বছর আগেই। দ্বিতীয় যে মামলাটি দায়ের করা হয়েছে, তাতে নাম রয়েছে রোজ় ভ্যালির কর্ণধার সহ তছরুপে অভিযুক্ত প্রত্যেকেরই। মূলত এখনও পর্যন্ত জেলেই রয়েছেন রোজ় ভ্যালি সংস্থার কর্ণধার। ED-র ওই আধিকারিক এও জানিয়েছেন, SEBI-র দায়ের করা মামলার শুনানির জন্য আদালত সময় দিয়েছে নভেম্বর মাসে।