সংক্রমণ বাড়লেও মৃত্যু হার ক্রমশ কমছে বাংলায় , এমনটাই জানালো স্বাস্থ্য দফতর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এ রাজ্যে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও বাড়ছে এর পাশাপাশি৷ এর ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে পুজোর মুখে৷ তবে স্বস্তির খবর একটাই মৃত্যু হার ক্রমশ কমেছে এই রাজ্যে৷ স্বাস্থ্য দফতর এমনটাই দাবি করেছে একটি পরিসংখ্যান দিয়ে৷ ৪ অক্টোবর, ২০২০ রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে একদিনে ৬২ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ৷ মোট মৃতের সংখ্যা ৫ হাজার ১৯৪ জন৷ তার ফলে মৃতের হার কমে দাঁড়াল ১.৯২ শতাংশ৷ এর আগে এই সংখ্যাটা ছিল ১.৯৩ শতাংশ৷ অন্যদিকে রবিবার রাজ্যে ২,৯৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন৷ শনিবার যা ছিল ৩,০১৩ জন৷ সব মিলিয়ে ২ লক্ষ ৩৭ হাজার ৬৯৮ জন মোট সুস্থ হয়ে উঠেছেন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়ে ৮৭.৯৩ শতাংশ দাঁড়িয়েছে৷

তবে শেষ তথ্য অনুযায়ী একদিনে নতুন আক্রান্ত ৩,৩৫৭ জন৷ শনিবার ছিল ৩,৩৪০ জন৷ এই পর্যন্ত মোট ২ লক্ষ ৭০ হাজার ৩৩১ জন আক্রান্ত এই রাজ্যে৷এছাড়া রাজ্যে প্রতিদিনই বাড়ছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও৷ সংখ্যাটা বাড়তে বাড়তে ফের কাছাকাছি সাড়ে সাতাশ হাজারের৷ এক সময় কমতে কমতে একটু বেশি ছিল ২৩ হাজারের৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৩০৯ জন বেড়েছে একদিনেই৷ তথ্য অনুযায়ী, ২৭ হাজার ৪৩৯ জন৷এদিকে হোম আইসোলেশনে রয়েছেন মাত্র ১৯ হাজার ৪২১ জন৷ সেফ হোমে ১ হাজার ৩৩৭ জন৷ আর হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৬৮১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *