লঞ্চের পথ আটকেছে ঘন কুয়াশা , চরম বিপাকে পড়লো মিলেনিয়াম পার্কে আসা গঙ্গাসাগরগামী পুণ্যার্থীরা
বেস্ট কলকাতা নিউজ : শনি এবং রবিবার এই দুই দিনই মকর সংক্রান্তির পুণ্যস্নান সারতে পারবেন পুণ্যার্থীরা। এই উপলক্ষ্যে দলে দলে পুণ্যার্থীদের ভিড় দেখা যাচ্ছে গঙ্গাসাগরে। যদিও গঙ্গাসাগরের মেলা শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু মকর সংক্রান্তির আগে সেই ভিড় উপচে পড়বে বলেই মনে করা হচ্ছে। তবে মিলেনিয়াম পার্কে আসা পুণ্যার্থীরা শনিবার সকালে বড় বিপদে পড়েন। এই দিন সকাল থেকেই রাজ্যের অধিকাংশ জেলাতে ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। এই কুয়াশার কারণে মিলিনিয়াম পার্ক থেকে লঞ্চ না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভিন্ন রাজ্য, দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও বহু পর্যটকরা এসে উপস্থিত হয়েছেন মিলেনিয়াম পার্কে। সেখান থেকে এক টিকিটে লঞ্চে চড়ে গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু ভোরবেলা থেকেই ঘন কুয়াশার বেড়াজাল তাদের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের তরফ থেকে জানা গিয়েছে, তাঁরা ভোরবেলা থেকে মিলিনিয়াম পার্কে লঞ্চের জন্য এসে অপেক্ষা করলেও তাদেরকে জানানো হয় কুয়াশার কারণে লঞ্চ ছাড়া যাবে না। শেষ মুহূর্তে এই ধরনের সমস্যার কারণে চিন্তায় পুণ্যার্থীদের দল