লটারির লক্ষ্মী লাভে আজ কোটিপতি নদিয়ার শান্তিপুরের রাজমিস্ত্রি
বেস্ট কলকাতা নিউজ : কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার! তবে পেশায় রাজমিস্ত্রি নদিয়ার শান্তিপুর ১০ নম্বর ওয়ার্ডের সুত্রাগড় মুচিপাড়ার ৪৮ বছরের বুদ্ধদেব দাস! ভাগ্য পরীক্ষাই তার একমাত্র নেশা! সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পরিশ্রমের অর্থে সংসার চালানোর পর তিনি লটারি টিকিট কেটে ব্যয় করতেন উদ্বৃত্ত ২০৫০টাকা, ১০০ টাকা! এমনকি এই টিকিট কাটাকে কেন্দ্র করে সংসারে নানান অশান্তিও হয়েছে, তবে বুদ্ধদেব বাবুর সাফ কথা, নেশার কারণে বিয়ে পাঠরত ছেলে, নবম শ্রেণীতে পড়া মেয়ে এবং স্ত্রীকে নিয়ে পরিবারে কোন ঘাটতি হতে দেননি!
তবে তিনি ঘৃণা করেন জূয়া সাট্টাকে, লটারি কেই মনে করেন ভাগ্য পরীক্ষার একমাত্র পন্থা হিসেবেই। যুক্তি হিসেবে তিনি উদাহরণ দেন বিভিন্ন রাজ্য সরকার পরিচালিত লটারি টিকিট বিক্রিরও। গত ৪ জুলাই রবিবার বাড়ির পাশেই অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন রাজমিস্ত্রি কাজ করছিলেন, স্থানীয় যে দোকান থেকে তিনি টিকিট কিনেছিলেনন সেখান থেকে এসে বলে যান, “ভাগ্য খুলেছে আবারও, এবার এক কোটি টাকা” কিন্তু তাতেও কোনও হেলদোল নেই বুদ্ধদেব বাবুর।