শত্রুতা পিছু ছাড়ল না ডাকাতি ছেড়ে সমাজসেবী হয়েও , নতুন তথ্য বসিরহাটে তৃণমূল নেতা খুনের ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : এক সময় ডাকাতি করত। কুখ্যাত ‘আকু ডাকাত’ নামেও পরিচিতি ছিল এলাকায়। পরে ডাকাতি ছেড়ে মোফাজ্জল হক ওরফে আকু ফিরে আসে স্বাভাবিক জীবনে । এখন তার পরিচয় ছিল তৃণমূল কর্মী তথা সমাজসেবী হিসেবে। কিন্তু শেষ রক্ষা হল না তাতেও। তাঁর প্রাণ গেল দুষ্কৃতীদের গুলিতেই। এমনকি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় মৃত্যু নিশ্চিত করতেও। একে একে এসব তথ্য প্রকাশ্যে আসছে বসিরহাটের মাটিয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনার নেপথ্যে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ নাগাদ বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন চাঁপাপুকুর থেকে। বাইকের পিছনে ছিলেন তৃণমূল কর্মী হাফিজুর গাজি।৮ -১০ জন দুষ্কৃতী ওই তৃণমূল নেতার পথ আটকায় রাজাপুর বাজারের কাছে আসামাত্রই।কোনো কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে মোফাজ্জলকে। মোফাজ্জলকে বাঁচাতে যান এমনকি হাফিজুরও। তাঁর উপরেও গিয়ে পড়ে এমনকি দুষ্কৃতীদের রোষ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই তৃণমূল কর্মীকেও ৷ যাওয়ার আগে দুষ্কৃতীরা তাঁর মাথায় ও বুকে কয়েক রাউন্ড গুলি করে ওই তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করতে৷এলাকার স্থানীয়রা বেশ কিছুক্ষণ পর মোফাজ্জল ও হাফিজুরকে উদ্ধার করে নিয়ে যান বসিরহাট জেলা হাসপাতালে।চিকিৎসকরা সেখানেই মোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। জানা গেছে শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক আহত তৃণমূলকর্মীরও। বর্তমানে তিনি চিকিত্সাধীন রয়েছেন।