শহরে ‘বৃক্ষ বিদ্যালয়’-এর আয়োজন স্কুল-কলেজে ক্লাস চালুর দাবিতে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের অন্যান্য ক্ষেত্রগুলি খুলে গেলেও ক্লাসরুমে পড়াশোনা শুরু হল না এখনো অবধি। তাই একদল কলেজ পড়ুয়া অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে ‘বৃক্ষ বিদ্যালয়’-এর আয়োজন করে প্রতীকী আন্দোলনের ডাক দিলেন আবার অবিলম্বে ক্লাসরুমে পঠন-পাঠন চালু করার দাবি জানিয়ে।গত দেড় বছর ধরে মূলত বন্ধ রয়েছে স্কুল-কলেজের ক্লাসরুম বসে পঠন-পাঠন। শপিং মল থেকে শুরু করে রেস্তোরাঁ বা বিউটি পার্লার খুলে গেলেও ক্লাসরুমে পড়াশোনা এখনও শুরু হল না। তাই পড়ুয়ারা জানালেন যত দিন না সরকারের তরফে স্কুল ও কলেজগুলি খোলার পাকাপাকি ঘোষণা হচ্ছে ততদিন পর্যন্ত তাঁরা এভাবেই বৃক্ষ বিদ্যালয়ের আয়োজন করবেন বলেই।
আগামী বুধবার গাছতলায় বিদ্যালয় আবার বসবে। বৃক্ষ বিদ্যালয় সামিল হওয়া এক পড়ুয়া অনুষণা বলেন, ” আমরা এখানে এই বৃক্ষ বিদ্যালয় শুরু করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্ত বিদ্যালয়ের ধাঁচে। লকডাউনের ফলে যে অনলাইন ক্লাসের পদ্ধতির মধ্যে আমরা ঢুকে গিয়েছি, সেখানে নেটওয়ার্ক ভাল থাকে না বেশিরভাগ সময়৷ তাই ক্লাসে কোনও কথা শোনা যায় না অর্ধেক সময়। আবার স্মার্টফোন থাকে না অনেকের কাছেই। তাই তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারে না । তাই স্কুল খোলার দাবিতে আবার আমরা আজ এখানে সামিল হয়েছি বৃক্ষ বিদ্যালয়ে।”