শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে শহর জুড়ে মিছিল করল জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট
জলপাইগুড়ি : শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে শহর জুড়ে মিছিল করল জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট । মূলত এদিন তাদের যুব এবং মহিলা সংগঠনকে নিয়ে এক বিশাল মিছিল বের করেন জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট। বামফ্রন্ট যুব সংগঠনের সভাপতি অমিত চৌধুরী এদিন জানান এই রাজ্য এখন চরম এক নৈরাজ্যের পথে ক্রমশ এগিয়ে চলেছে। সবচাইতে বড় কষ্টের ব্যাপার হল যুব সমাজের কাছে কোন কাজ নেই এবং তাদের কোন ভবিষ্যত নেই। কিভাবে তারা চলবে এবং তাদের সংসার চালাবে একমাত্র তারাই বলতে পারবে। এদিন জেলা বামফ্রন্ট এর তরফ থেকে শৌভিক চৌধুরী আরও জানান আমি চিন্তা করছি কিভাবে এই তৃণমূল সরকার গোটা রাজ্যকে এক নৈরাজ্যের পথে ঠেলে দিল। আমি নিজে দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে উনি ওনার এই পদটি ছেড়ে দিন।