রাজ্যপাল আজ শপথবাক্য পাঠ করাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তিন বিধায়ককে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন বিধানসভায় বিধায়ক হিসেবে ।রাজ্যপাল জগদীপ ধনকড় শপথবাক্য পাঠ করাবেন ভবানীপুরের নব নির্বাচিত বিধায়ককে। জানা গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজ্যের অপর দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জের দুই বিজয়ী তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও জাকির হোসেনও এদিন শপথ নেবেন। প্রথমে ঠিক হয়েছিল এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বেলা পৌনে ১২টা নাগাদ। পরে এই অনুষ্ঠান পিছিয়ে দুপুর ২টোর সময় রাখা হয় রাজ্যের পরিষদীয় দফতরের অনুরোধে।

মূলত, স্পিকারই সাংসদ-বিধায়কদের শপথবাক্য পাঠ করান লোকসভা বা বিধানসভার সাধারণ নির্বাচনে জয়ী হলে। কিন্তু সাংবিধানিক ভাবে লোকসভার ক্ষেত্রে দেশের রাষ্ট্রপতির উপর দায়িত্বে থাকেন সাংসদদের শপথগ্রহণ করানোর। রাজ্য বিধানসভার ক্ষেত্রে রাজ্যপাল এই দায়িত্ব পালন করে থাকে। রাষ্ট্রপতি বা রাজ্যপাল স্পিকারকে সেই দায়িত্ব দেন সাধারণ নির্বাচনের ক্ষেত্রে। উপনির্বাচনে জয়ী হলে লোকসভার ক্ষেত্রে সেই দায়িত্ব স্পিকারের ওপরে যায় আর বিধানসভার ক্ষেত্রে রাজ্যপাল সেই দায়িত্ব তুলে দেন বিধানসভার স্পিকারকে। তবে সম্প্রতি জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় সেই ক্ষমতা নিজের হাতে নিয়েছেন রাজ্যপাল। বিধানসভার সচিবালয়ে বার্তা পাঠানো হয়েছে রাজভবন থেকে, এবার থেকে রাজ্যপাল নিজেই শপথবাক্য পাঠ করাবেন নির্বাচিত বিধায়কদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *