শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠল এসএসসিতে দুর্নীতির অভিযোগে! করুণাময়ী উত্তাল হল এসএফআই-ডিওয়াইএফআই-এর কর্মসূচিতে
বেস্ট কলকাতা নিউজ : হাইকোর্টে মামলা চলছে এসএসসিতে বিভিন্ন পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে। মধ্যশিক্ষা এমনকি ভিন্নতাও লক্ষ্য করা গিয়েছে পর্ষদ এবং এসএসসির বয়ানেও। সেই পরিস্থিতি তদন্তে সিবিআই (CBI) নাকি অবসরপ্রাপ্ত বিচারপতি কলকাতা হাইকোর্ট তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেই পরিস্থিতিতে সল্টলেকের করুণাময়ী ব্যাপক উত্তাল হল নিয়োগ দুর্নীতি যুক্ত আধিকারিক এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বাম ছাত্র ও যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই (SFI-DYFI)-এর এসএসসির কেন্দ্রীয় অফিস ঘেরাও কর্মসূচিকে ধিরে।
এসএসসিতে দুর্নীতির অভিযোগ উঠেছে মূলত এসএসসিতে গ্রুপডি পদের নিয়োগকে কেন্দ্র করেই । সেখানে ভিন্ন এমনকি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের বয়ানও। যা নিয়ে প্রশ্ন উঠেছে মধ্যশিক্ষা পর্ষদ কীভাবে নিয়োগ করল কমিশন সুপারিশ না করলে। এদিকে বিভিন্ন মহলও মনে করছে নেতা-মন্ত্রী-আধিকারিক অনেকেই এই নিয়োগ দুর্নীতি জড়িয়ে থাকতে পারেন বলেও। একদিকে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, যে সময়কার ঘটনা, তিনি সেই সময় মন্ত্রী ছিলেন না। অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন তিনি জানেন না বিষয়টি সম্পর্কে।