শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার
শিলিগুড়ি : শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে যোগ দিতে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিন গোটা বাংলা জুড়ে জোর আন্দোলনেরও ডাক দিলেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে জানালেন প্রদেশ কংগ্রেস একই দিনে একই সময় সারা রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের নামবে। এছাড়া বাংলাদেশের সম্প্রতি ভোটে যাওয়া একের পর এক দুর্ঘটনা নিয়েও তারা আন্দোলনে নামবে। বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে আমি চিন্তিত এদিন এমনটাও জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
এদিন তিনি জানান পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা, এবং নারী নির্যাতন একেবারে নিচের দিকে নেমে গেছে। কোন ব্যবস্থাই করে না সরকার, দিনের পর দিন ঘটে চলেছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা অথচ চরম নির্বিকার সরকার। আরজিকরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলার অবস্থা কি? এরপরে এমন একদিন আসবে মেয়েরা বাইরে বের হতেই ভয় পাবে। আমাদের সেই সব দিনগুলিকে কাছে আসা থেকে আটকে দিতে হবে। পশ্চিম বাংলার আইনশৃঙ্খলা, এবং নারী নির্যাতন যেকোনো সভ্য সমাজকেই হার মানিয়ে দেবে। তাই আমরা জাতীয় কংগ্রেস গোটা রাজ্য জুড়ে একেবারে এবং একই সময়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, শংকর মালাকার এবং সুবিন ভৌমিক।