শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচী পালিত হল জেলা সভাপতি পাপিয়া ঘোষের নেতৃত্বে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সারা রাজ্যের সাথে আজ শিলিগুড়িতেও তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি পালন করা হলো। আর শিলিগুড়ির ভেনাস মোড় থেকে মাললা গুড়ি পর্যন্ত মহিলা তৃণমূল কংগ্রেসকর্মীরা হাতে হাত মিলিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করলেন। জেলা সভাপতি পাপিয়া ঘোষ নিজে পুরোটাই নেতৃত্ব দিলেন এই মানববন্ধন কর্মসূচির, যোগ্য সহযোগিতা করলেন তৃণমূল মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র, এবং এমএমআইসি শ্রাবণী দত্ত। এক ঘন্টা হাতে হাত দিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে বলতে কৃতজ্ঞতা দিতে থাকেন।

জেলা সভাপতি এদিন জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দুহাত উজাড় করে পশ্চিম বাংলার মানুষের জন্য একের পর এক কাজ করে চলেছেন। আর আমাদের বিরোধীপক্ষ খুব দুঃখের ব্যাপার সবকিছুতেই রাজনীতি খুঁজে দেখছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে কোনভাবেই দমিয়ে রাখা যাবে না। কারণ বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর সাথে আছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের সাথে আছেন। বাংলার মানুষ এটা ভালোভাবেই জানেন তাই বাংলাকে ঠিক করে রাখতে আমাদের মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মাধ্যমে মানুষের মনের ভিতর পৌঁছে গেছেন। আমাদের কাজ সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এদিন জেলা সভাপতি নিজে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। নিজে দাঁড়িয়ে প্রত্যেক সহকর্মীকে উৎসাহ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *