শিলিগুড়িতে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ও পুর ও নগরায়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়ের সহায়তায় এবং শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে উদ্বোধন হলো ” অম্রুত ২.০” প্রকল্পের অন্তর্গত মেগা পানীয় জল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর এবং শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।

মেয়র গৌতম দেব এদিন জানান শিলিগুড়িতে জল নিয়ে এক চরম সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। এই সমস্যা চলছে বহুদিন ধরে। কিছু কিছু এলাকায় একেবারেই জল ঢুকছে না বলে খবর পাচ্ছি আমি। নিচু এলাকায় জলের সমস্যা অনেকদিন ধরেই আছে। আশা করছি প্রকল্পের উদ্বোধন হয়ে গেলে , মানুষের জল নিয়ে সমস্যার অনেকটাই সমাধান হবে। শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে পানীয় জল ঠিকমত না আসায় সমস্যায় পড়ে যাচ্ছেন মানুষজন । কারণ সবার পক্ষে বেসরকারিভাবে জল নেওয়া কোনভাবেই সম্ভব নয়। সবচাইতে বড় ব্যাপার পানীয় জল এমন একটা জিনিস যাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। তাই আজ এই জল প্রকল্পের উদ্বোধন হয়ে গেল, কিছুদিন পর থেকে এই সমস্যা মিটে যাবে বলে আশা করছি।