শিলিগুড়িতে মহিলাদের সুরক্ষার জন্য আসছে মহিলা পুলিশ বাহিনী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আজ মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন, আরজিকর ঘটনা পর থেকে। যদিও বলা হচ্ছে নারীরা আপনারা নিজেরা নিজেদের রক্ষা করুন, তবুও অঘটনের ভয় সবাই পাচ্ছেন। তাই অন্যান্য জায়গার মতো শিলিগুড়িও মহিলাদের সুরক্ষার জন্য এসে পৌঁছালো মহিলা পুলিশ বাহিনী। এরা এবার থেকে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় টহল দেবে। বিশেষ করে রাতের বেলায় মহিলাদের নিরাপত্তার দরকার হয় বেশি, তাই রাতের বেলায় বিভিন্ন জনবহুল প্রান্তরে বা অঞ্চলে মহিলা পুলিশদের টহল দিতে দেখা যাবে। অনেক ছাত্রী রাতে পড়ে বাড়ি ফেরেন এবং অনেক সময় তাদের দুষ্কৃতীদের খপ্পরে পড়তে হয় । তাদের কাছে একটা নাম্বার আসবে ওই নাম্বারে ফোন করলে তারা বিপদ থেকে রক্ষা পাবেন।

এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেমন এনজিপি, বাগডোগরা এয়ারপোর্ট এবং বাস টার্মিনালে পাহারায় থাকবে মহিলা পুলিশ বাহিনী। গত দুই সপ্তাহ ধরে শিলিগুড়ি সব গোটা বাংলায় চলছে প্রতিবাদ, যার শিরোনামে আছেন মহিলারা, এই ঘটনা টনক নড়ে দিয়েছে সারা ভারতকে। তাই এবার দেরি না করেই মহিলা পুলিশ বাহিনীকে নিয়োগ করা হলো। জানা গেছে এরা সারাদিন একেকবার করে তাদের কর্তব্যে নিয়োজিত থাকবে। কোন বিপদ অথবা সমস্যা হলেই পৌঁছে যাবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *