শিলিগুড়ি এবং আশেপাশের এলাকা জুড়ে চললো খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, তটস্থ খাবারের দোকান মালিকেরা
শিলিগুড়ি : শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে অভিযান চলছে শহর শিলিগুড়ির বিভিন্ন খাবারের দোকানগুলিতে। যার কোনো ব্যতিক্রম হলনা এদিন। শিলিগুড়ির বেশিরভাগ খাবারের দোকানে এদিনের ভীড় ছিল একেবারে কম। খাবারের দোকানের মালিকেরা এদিন জানান একজনের জন্য ভুগতে হচ্ছে আমাদের সবাইকে । আমরা তো খাবার অপরিচ্ছন্ন দিই না , কিন্তু তাও আমাদের বিক্রি কমে গেছে অস্বাভাবিকভাবে। আবার কবে দোকান ভালোভাবে চলবে বুঝতে পারছি না আমরা। সত্যি সত্যি শিলিগুড়িতে পরপর দু দুটো ঘটনা ঘটে যাওয়ার পর , বাজারে বাইরের খাবারের জিনিস এর দাম অনেক কমে গেছে। আবার বিক্রিও নেই।এদিকে ক্রেতারা জানান যেভাবে পরপর দুটো ঘটনা ঘটে গেল তারপরে ভালোভাবে বাইরে খাবো এই চিন্তা মাথা থেকে একেবারে চলে গেছে। আর বিক্রেতারা জানাচ্ছেন আমাদের আর কিছু বলার নেই। এই বাজার উঠতে ঠিক আর কতদিন লাগবে সেটা আমরা কেউই বলতে পারবোনা।
