শিলিগুড়ি থেকে আনুষ্ঠানিকভাবে দেখানো হলো দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা
শিলিগুড়ি :দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আনুষ্ঠানিকভাবে দিঘাতে উদ্বোধন হয়ে গেল জগন্নাথ মন্দিরের । এদিন সারা বাংলা জুড়ে দেখানোও হয় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন।এমনকি তার থেকে বাদ গেলো না শহর শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এদিন মূলত ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মানে দেখানো হলো উদ্বোধন অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, জেলা সভাপতি পাপিয়া ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরসভার এবং কাউন্সিলররাও। গৌতম দেব এদিন জানান আজকে দিঘাতে জগন্নাথ দেবের যাত্রা উদ্বোধন হলো। আজ সারা বাংলা জুড়ে অনুষ্ঠানের জীবন্ত দৃশ্য প্রত্যক্ষ করলেন গোটা বাংলার মানুষ। এদিকে জেলা সভাপতি জানান আমরা ভাগ্যবান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা এই দৃশ্য প্রত্যক্ষ করলাম । জয় জগন্নাথ বলে সকলেই এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন।
