শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে পালন করা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্ম দিবস
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরসভার তরফ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মদিন পালন করা হলো শিলিগুড়ি র হাকিম পাড়ার চিলড্রেন্স পার্কে। এদিন সকালে মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ির পুরসভার অন্যান্য কাউন্সিলররা এসে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিন মেয়র জানান ভেবেছিলেন দয়ার সাগর বিদ্যাসাগর, শিক্ষা কি জিনিস আমরা জানি শুধুমাত্র তার জন্যই। বাংলা ভাষাকে তুমি যে কোথায় পৌঁছে দিয়ে গেছেন এটা হয়তো আমরা ঠিক মত জানি না। তার জীবনে তিনি যে কত মানুষকে শিক্ষিত করে গেছেন এটা তিনি নিজেও বলতে পারবেন না। তার জীবনী আমাদের কাছে শিক্ষণীয়। তিনি কত কাজ করে গেছেন এবং কত মেয়ের জীবন তৈরি করে দিয়ে গেছেন সেটা হয়তো আমরা জানি না। তার জীবনে তার ব্যক্তিত্ব ছিল এক পুরস্কারের মত। তাই আজকের দিনটি আমরা শ্রদ্ধার সাথে পালন করলাম , এবং তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে এটুকুই জানালাম যে আমরা তাকে মনে রাখতে পেরেছি।