শিলিগুড়ি পুর কর্মচারী সমিতির পক্ষ থেকে যথাযত সম্মানের সহিত উদযাপন করা হলো ঐতিহাসিক ৭৫ তম প্রজাতন্ত্র দিবস
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর কর্মচারী সমিতির পক্ষ থেকে ঐতিহাসিক ৭৫ তম প্রজাতন্ত্র দিবস দিনটি যথাযত সম্মানের সহিত উদযাপন করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বময় ঘোষ(গবা) মহাশয় এবং সমিতির অন্যান্য নেতৃত্ববৃন্দ।আজ সকালে প্রথমে পতাকা উত্তোলন এবং পরে সমবেত সুরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার বহু সাধারন মানুষ। এই পতাকা উত্তোলনী অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী এবং আজকের দিনে ভারতবর্ষের সংবিধান নতুনভাবে রচিত হয়েছিল বলে এই সংবিধানের রচয়িতা ডাক্তার ভীম রাও আম্বেদকারের জীবন নিয়েও আলোচনা করা হয়। এবং তার ছবিতেও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুরসভার কর্মচারিগন এবং স্থানীয় নেতৃত্ব। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের দৃষ্টি আকর্ষন করে নেন স্থানীয় ইষ্কুল পড়ুয়ারা।