শিলিগুড়িতে আয়োজন করা হল রাজ্য শিশু সুরক্ষা দিবসের
শিলিগুড়ি : শিলিগুড়ি ভানু ভবনে উদ্বোধন করা হল রাজ্য শিশু সুরক্ষা দিবসের। শিলিগুড়িতে এই নিয়ে তৃতীয় বার পালিত হল রাজ্য শিশু সুরক্ষা দিবস।এদিন এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব এবং কলকাতা থেকে আগত রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। এদিন মেয়র জানান শিশু শ্রম সমাজের এক জঘন্যতম প্রথা। যে বা যারা শিশুদের দিয়ে কাজ করিয়ে যাচ্ছে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আছে এবং থাকবে। শিশুদের বিকাশিত করার দরকার আছে, তাদের ছোটবেলাকে আমাদের গ্রহন করতে হবে এবং তাদের পূর্ন স্বাধীনতা দিতে হবে। আমার আপনার ছেলে মেয়ে না হলে সে সমাজে কোন স্বীকৃতি পাবে না, সেটা তো হতে পারে না, কাজেই সমাজের দায়িত্ব আজকের দিনের অনাথ এবং দুস্থ শিশুদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। আজকের দিনটিতে তাই আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট মর্যাদার সাথে পালন করতে বলেছেন। যাতে আগামী দিনের শিশুরা এই পৃথিবীতে তাদের নিরাপদ ভাবতে পারে।