এগিয়ে বাংলা, তিলোত্তমা কলকাতা দেশে প্রথম ৬২ শতাংশ মানুষকে টিকা দিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলা এগিয়ে এমনকি টিকাদানের ক্ষেত্রেও। কলকাতা টিকাদানের ক্ষেত্রে এক নম্বরে রয়েছে দেশের ৬টি বড় শহরের মধ্যে। তথ্য আরও বলছে, ইতিমধ্যেই করোনার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন ৬১.৮ শতাংশ কলকাতাবাসী। এছাড়াও ২১ শতাংশ মানুষের ভ্যাক্সিনেশন সম্পূর্ণ হয়েছে অর্থাত্‍ পেয়েছেন দ্বিতীয় ডোজও।

অন্যদিকে, রাজধানী দিল্লি পিছিয়ে রয়েছে বড় শহর গুলির মধ্যে। সেখানে টিকাকরণ হয়েছে মাত্র ৩৫.১ শতাংশ মানুষের। যার মধ্যে দ্বিতীয় ডোজ হয়েছে ১১.১ শতাংশ মানুষের। সর্বভারতীয় সংবাদসংস্থা ‘ইন্ডিয়া টুডে’কো-উইন ড্যাশবোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক ইনসাইট ডেটাভার্সে এই তথ্য টুইট করেছে। আর এই তথ্য সামনে আসার পর রাজ্য সরকার স্বভাবতই উচ্ছ্বসিত। মূলত এর আগে সরবরাহ ঠিকমত না হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। বেশ কয়েকবার সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়েছিল কলকাতার বেশ কিছু টিকাদান কেন্দ্র। কিন্তু দেশের মধ্যে কলকাতাই টিকাদানের হারে সবচেয়ে এগিয়ে নানা প্রতিকূলতা সত্ত্বেও।দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। সেখানে প্রথম ডোজ পেয়েছেন ৫৭.৮ শতাংশ মানুষ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৩.৭ শতাংশ মানুষ। হায়দ্রাবাদ, চেন্নাই এবং মুম্বাই রয়েছে তার পরেই।এবং শেষে রয়েছে রাজধানী দিল্লী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *