শিলিগুড়িতে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হল প্রাইড ও হিমালয়ান বুল রাইডার্স শিলিগুড়ির পক্ষ থেকে
শিলিগুড়ি : শিলিগুড়িতে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হল প্রাইড ও হিমালয়ান বুল রাইডার্স শিলিগুড়ির পক্ষ থেকে। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ ছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশের বহু সামাজিক বিভাগের কর্মীরা। জেলা সভাপতি এদিন জানান শিলিগুড়িতে সারা বছর যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এবং যেভাবে রক্ত সংগ্রহ করা হয় সেটা যে কোন শহরের কাছেই এক ঈর্ষার বিষয়। তাই এখানে যত রক্তদান শিবির হবে আমাদের তত উপকারই হবে। মানুষ বিভিন্ন প্রয়োজনে রক্তদান শিবিরের আয়োজন করে। আমরা দেখিও সেটা, আবার উপকার হয় না এটা বললে ভুল হবে। তাই যত এই ধরনের রক্তদান শিবির হবে, অসুস্থতায় এবং নিজের প্রয়োজনে মানুষের উপকারই হবে। এদিন মোট ৫৯ জন রক্তদাতা এই রক্ত দান শিবিরে রক্তদান করেন।
