শিলিগুড়িতে এটিএম কাণ্ডে অবশেষে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার হল ৩জন দুষ্কৃতী
শিলিগুড়ি : শিলিগুড়িতে এটিএম লুট কাণ্ডে অবশেষে হরিয়ানা থেকে গ্রেপ্তার হল তিন দুষ্কৃতী। জানা গেছে ধৃতদের নাম মহম্মদ ইসরাইল, জাভেদ খান, খুরশিদ। প্রধাননগর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে এদিন থানায় নিয়ে আসে । এমনকি ধৃতদের জোর জিজ্ঞাসাবাদও করা হয় । এদিকে কয়েক দিন ধরে তাঁদের হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। সাত দিন হয়ে যাওয়ার পরে খুঁজে না পাওয়ায় প্রবল সমালোচনার মুখেও পড়তে হচ্ছিলো পুলিশকে। এর উপর সোনার দোকানে ডাকাতি হওয়ায় অনেকের ধারণা ছিল আর খুঁজে পাওয়া যাবেনা এটিএম চুরি যাওয়া টাকা। অনেকের এও ধারণা ছিল এত বড় ব্যস্ততার মাঝে হয়তো ভুলে গেছে পুলিশ। তবে এদিন পুলিশ প্রমাণ করে দিল চাইলে তারা সবকিছু পারে।

মূলত কয়েকদিন ধরে যেভাবে শিলিগুড়িতে অপরাধ ক্রমশ বাড়ছিল তাতে চিন্তিত ছিল সকলেই তবে এদিন এটিএম চুরির দায় অভিযুক্ত দুষ্কৃতিদের গ্রেপ্তার হওয়া অনেকটাই প্রমাণ করে দিল যে প্রশাসন বলে জিনিস আছে। এদিকে মেয়র সাংবাদিকদের সামনে শিলিগুড়ির বর্তমান পরিস্থিতি নিয়েও পুরসভার তরফ থেকে কড়া বার্তাও দেয়। সেটাই এদিন অনেকটাই বাস্তবে পরিণত করল পুলিশ, এমনটাই মনে করছেন স্থানীয় মানুষজন।