শিলিগুড়িতে নেমেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
শিলিগুড়ি : গতকাল শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে নেমে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন দুপুর দেড়টার সময় নামলেন মুখ্যমন্ত্রী বাগডোগরা এয়ারপোর্টে। মুখ্যমন্ত্রীকে অর্ভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, জেলা সভাপতি পাপিয়া ঘোষ এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এদিন এয়ারপোর্টে নেমেই পাহাড়ের উদ্দেশ্য রওনা দিলেন মুখ্যমন্ত্রী।তিনি এদিন জানালেন ৫ রাজ্যের নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব আগামী লোকসভা নির্বাচনে পড়বে না। বিজেপী আর ভারতবর্ষের মাটিতে কোনো দিন ফিরে আসতে পারবেন না। এদিন এয়ারপোর্টে নেমে মুখ্যমন্ত্রী মেয়র গৌতম দেব এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষের সাথেও আলাদা আলাদাভাবে কথা বলেন। নিজের ভাইপোর বিয়ে তাই আপাতত রাজনৈতিক কোন ধরনের জলপনার কথা বললেন না মুখ্যমন্ত্রী। তার সাথে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ববি হাকিম সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই অরুপ বিশ্বাস সহ অন্যদের পাহাড়ে আসবার কথা। উল্লেখযোগ্য এই প্রথম বাংলার কোন মুখ্যমন্ত্রীর আত্মীয়ের বিয়ে হতে চলেছে পাহাড়ে। তাই এদিন অনেকটাই অন্য মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তাকে দেখে উত্তরবঙ্গের অন্যান্য নেতারাও পা বাড়ান নি। এদিকে শিলিগুড়ি থেকে বেশ কয়েকজনেরও পাহাড়ে যাবার কথা। মুখ্যমন্ত্রীর দুদিন থাকবার কথা আছে পাহাড়ের মাটিতে। তবে সেটা বাড়লেও বাড়তে পারে। তার পরেই তিনি স্থির করবেন তার পরবর্তী কর্মসূচী। তবে জানা গেছে যেহেতু বিয়ে সেহেতু খুব একটা রাজনৈতিক চিন্তা করেন নি মুখ্যমন্ত্রী। জেলার সমস্ত নেতৃত্ব তার পাহাড়ে আসা নিয়ে উৎসাহীত হলেও পাহাড়ে কে কে যেতে পারেন সেটা এখনো জানা যায় নি। মুখ্যমন্ত্রী নিজে থাকবেন এবং ববি হাকিমেরও থাকবার কথা। সব মিলিয়ে একেবারেই অন্য পরিচয় নিয়ে পাহাড়ে গেলেন মুখ্যমন্ত্রী। বিয়ের ব্যাপার তাই তিনি চান না কোন বিভ্রান্ত তৈরী হোক এমনটাই জানা গেছে মুখ্যমন্ত্রীর আপ্তসহায়কের কাছ থেকে। কম দিন থাকলেও বিয়ে নিয়ে পাহাড়ে থাকবেন মুখ্যমন্ত্রী আপাতত এটাই জানতে পারা গেছে।