শিলিগুড়িতে প্রতারনার অভিযোগে গ্রেপ্তার হলেন ১ বিজেপি নেতা
শিলিগুড়ি : অসমের একটি পুরোনো প্রতারণার মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন ডাবগ্রাম-ফুলবাড়ির ১ বিজেপি নেতা অলক সেন। যদিও গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে জলপাইগুড়ি জেলা আদালতের নির্দেশে জামিনও পেয়ে যান তিনি। এদিকে এই ঘটনায় ব্যাপক সাড়া পড়ে গিয়েছে পদ্ম শিবিরের অন্দরে। যদিও দলের জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামলচন্দ্র রায় বলেছেন, ‘আমার এসবকিছু জানার কথা নয়। তিনি দলের কোনও পদেও নেই।’ ফোনে সাড়া দেননি সাংসদ জয়ন্ত রায়। মেসেজ করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে এনজেপি থানার এক আধিকারিকের বক্তব্য, ‘অসমের একটি মামলায় আদালতের সমন থাকায় রবিবার অম্বিকানগর থেকে অলককে গ্রেপ্তার করা হয় ।’ সোমবার আদালতে নিয়ে য়াওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে অলক নিজেকে বিজেপি কর্মী দাবি করার পাশাপাশি গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, ‘এক ব্যবসায়ীকে দেওয়া চেক বাউন্সের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলা ।’
