শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে তীব্র দাবদাহে কাহিল পশুকুল
বেস্ট কলকাতা নিউজ : তীব্র দাবদাহে কাহিল পশুকুল। শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে গরমের কারনে কাহিল পশুরা।বাঘ,হাতি ভাল্লুক সবারই এক অবস্থা।সবাই জলের মধ্যে থাকতে পছন্দ করছেন। খাচ্ছে না কোন পশুই। এমনকি মাংশ ছুয়ে দেখছে না পশুরা।বাঘ মাংশ খাচ্ছে না এমনটা দেখি নি জানাচ্ছেন এক বনকর্মী। সারাদিন ধরেই জল এবং অন্যান্য পানীয় দেওয়া হচ্ছে পশু এবং পাখিদের। সবাইকে ঠান্ডা পানিয় এবং ডাবের জল দেওয়া হচ্ছে।আর দেওয়া হচ্ছে ফেনা ভাত। তাই খাচ্ছে পশুরা। গরমে বিকেলে খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে বাঘেরা। রাতেও তাড়াতাড়ি শুয়ে পড়ছে তারা। গরম বাড়ায় আলাদাভাবে যত্ন রাখা হয়েছে পশুদের। নানা ধরনের ওষুধ এবং ফল খাওয়ানো হচ্ছে তাদের। আগ্রহ একেবারেই নেই পশুদের তাই বেঙ্গল সাফারিতে এসে হতাশ হচ্ছেন দর্শনার্থীরা। একেবারেই ভীতরে ঢুকে থাকায় অনেক চেষ্টা করেও বাঘেদের বাইরে আনতে পারছে না বনকর্মীরা। গরম কমলে এরা অনেকটাই ভালো থাকবে জানালেন বেঙ্গল সাফারির এক পশু চিকিৎসক।তিনি জানালেন এখানে যত পশু আছে অধিকাংশ পশুই গরম সহ্য করতে পারে না।তাই এই অবস্থা,অবশ্য তারা জানিয়েছেন একটু গরম কমলে আবার নিজেদের ফর্মে ফিরবে এইসব পশুরা।