শিলিগুড়িতে মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ
শিলিগুড়ি : শিলিগুড়িতে দিনের পর দিন বেড়েই চলেছে মশা। একেই ডেঙ্গুর উপদ্রব এর উপরে নানান মশাবাহিত রোগের আগমনে অথিষ্ঠ শিলিগুড়ির মানুষ। দিনের পর দিন বেড়েই চলেছে মশার দাপট। রাতে তো বটেই দিনেও মশার দাপটে একেবারেই দিশেহারা সাধারন মানুষ। সন্ধ্যার পরে ঘরে টেকা যায় না। এথ মশা বাড়ছে শিলিগুড়িতে এখন। কোন স্প্রেই কাজ করে না শিলিগুড়িতে। জানালেন শিলিগুড়ির একজন স্থানীয় বাসিন্দা। তিনি জানালেন পুরসভা কিছুই করতে পারছে না মশার জন্য। ঘরে এবং বাইরে দুই জায়গাতেই মশার দাপটে নাজেহাল হয়ে পড়েছে শিলিগুঅইর মানুষ। পূরসভা থেকে পাউডার এবং স্প্রে ছিটিয়ে দেওয়া হচ্ছে তবুও কোন কাজ হচ্ছে না। মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই জানিয়েছেন পুরসভার তরফ থেকে অনেক পরিকল্পনা করা হয়েছে। কিন্তুু কোনটাই কোন কাজে দিচ্ছে না। শিলিগুড়িতে ফি বছরে মশার দাপট বাড়ছে দ্বিগুন অথচ নির্বিকার বোরো অফিস গুলি। সবাই বলেছেন আমাদের কিছুই করবার নেই।