শিলিগুড়িতে মহিলাদের নিয়ে পরিচালিত আশ্রমে সবার সুস্থতা কামনায় শিলিগুড়ির তনিমা ঘোষ
শিলিগুড়ি : নিজের বাড়ির কোন ভালো দিনে তিনি ভালোবাসেন অন্যের জন্য সময় দিতে। তাই এবারও তার ব্যাতিক্রম হল না,নারী দিবসের দিনে শিলিগুড়ির একটি আশ্রমে গিয়ে বয়ষ্কদের সাথে সময় কাটানো ছাড়াও তাদের সাথে অনেকটা সময় ভাগ করে নিলেন শিলিগুড়ির মেয়ে তনিমা ঘোষ। জানালেন মহিলাদের জন্য কিছু করা যায় সারা বছর ধরেই তাদের আলাদা কিছু থাকে না। তবে এই বিশেষ দিনে তাদের কাছে আসতে পারাটাই একটা সৌভাগ্যের ব্যাপার। এই যে আমি তাদের কাছে থাকলাম, তাদের জন্য কিছুটা সময় দিলাম তাদের অভিজ্ঞতা নিয়ে এগিয়ে গেলাম এটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। তাই আজকের এই দিনটা আমার কাছে একটা আলাদা দিন বলেই মনে থাকবে। আমি মনে করি বয়ষ্কদের সাথে থেকে তাদের জন্য কিছুটা সময় ভাগ করে দেওয়ার মত ভালো কিছু আর হতেই পারে না। তনিমা ওই আশ্রমে গিয়ে ওইখানের আবাসিকদের নিয়ে কিছুক্ষন সময় কাটান।
তিনি আরো জানান তাদের বয়স একটা জায়গাতে চলে গেছে তাই আমাদের দায়িত্ব তাদের দেখা। তাদের জীবনের প্রতি উৎসাহ তৈরী করে দেওয়া এবং তাদের ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া। তারা প্রত্যেকেই জীবনের একটা মুল্যবান সময় পার হয়ে এসেছেন। তাই তাদের সাথে একটু সময় কাটিয়ে তাদের অভিজ্ঞতাকে ভাগ করে নিলাম। জানি এটা আমারও কাজে লাগবে ভবিষ্যতে চলতে। আমার যেটা একান্তই দরকার। জানালেন তনিমা। আমি যেটা শিখেছি আমাদের বাচ্চাদের সেটা শেখাতে পারবো আগামীদিনের জন্য যেটা ভালো হবে তাদের। এটাই আমার ইচ্ছে,আর এটাই আমার আকূতি।