শিলিগুড়িতে শীতের দিনে ক্রমশ বাড়ছে রাস্তার খাবারের চাহিদা
শিলিগুড়ি : শীত পড়ে গেলেই মানুষ পাগল হয়ে পড়েন বাইরের জিনিস খাবার জন্য। গত কয়েক দিন ধরে শিলিগুড়িতে বেড়েই চলেছে বাইরের খাবার বিক্রি। তীব্র শীতের হাত থেকে মুক্তি পেতে মানুষ মমো,চাট এবং বিরিয়ানীর দিকেই বেশী ঝুকে পড়ছেন। সকাল থেকে সন্ধ্যায় উপচে প ড়া ভীড় দেখা যাচ্ছে শিলিগুড়ির রেষ্টুরেন্ট এবং বাইরে বসা খাবারের দোকানগুলিতে। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় রাস্তায় বসে খাবার বিক্রি করছেন এমনকি বিভিন্ন হকারেরা। শীতে এমনিতেই শিলিগুড়িতে মানুষ আসেন খাবারের দোকানে আর গত কয়েকদিন ধরে বিক্রি অনেক বেড়েছে রাস্তার এবং রেষ্টুরেন্ট এ। মানুষ শীতে বাইরের জিনিস খেতেই পছন্দ করছেন বেশী। অনেকে ঘরে অর্ডার করে খাবার আনছেন। তাই এবারের শীতে বাইরের খাবার একেবারেই টেককা দিয়ে গেছে অন্যান্য দোকানের খাবারগুলিকে। আমেজপ্রবন মানুষ রাস্তায় দাড়িয়ে খেয়ে অথবা খাবার নিয়ে চলে যাচ্ছেন বাড়িতে। তাই শীতে এবারে জয়জয়কার খাবারের দোকানগুলির।