উত্তরপ্রদেশে কাঠের বাক্সে ২১ দিনের শিশু কন্যা ভাসমান অবস্থায় উদ্ধার গঙ্গা নদীতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হঠাৎই মানুষজন কান্নার আওয়াজ শুনতে পান উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গায় সদর কোতয়ালি এলাকার দাদরি ঘাটের কাছে৷ স্থানীয়রা দেখেন ভেসে আসছে একটি কাঠের বাক্স এবং তাঁর মধ্য থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ।এরপর ওই কাঠের বাক্সটি তরিঘরি জল থেকে তুলে এনে বাক্সটি খুলতেই হতবাক এলকার মানুষজন । মাত্র ২১ দিনের ওড়নায় মোড়া একটি শিশু কন্যা রয়েছে বাক্সটির ভেতর। বাক্সের ভিতরে লাগানো ছিল শিশু কিশোরীর রাশিফল ​​এবং দেবদেবীদের ছবি। এলাকায় চাঞ্চল্য ছড়য়ে পরে দাদরী ঘাটে একটি দুধের শিশুকে এভাবে উদ্ধারের ঘটনায়৷ কী ভাবে একটি শিশু কন্যাকে জেনে বুঝে কাঠের বাক্সে এভাবে ভাসিয়ে দেওয়া হল তা নিয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে৷ পুলিশ শিশুটিকে আশা জ্যোতি কেন্দ্রে নিয়ে যায়৷ বর্তমানে বাচ্চাটির স্বাস্থ্য একেবারে ঠিক আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *