শিলিগুড়িতে সোনার বিস্কুট সহ আটক ১ , সন্দেহের তীর শিলিগুড়ি জলপাইগুড়ির বেশ কয়েকজন সোনার ব্যবসায়ীর দিকেই
শিলিগুড়ি : শিলিগুড়ি ও জলপাইগুড়িতে পাচারের আগে বিপুল পরিমাণ বিদেশি সোনার বিস্কুট সহ একজনকে গ্রেপ্তার করলেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের শিলিগুড়ি শাখার আধিকারিকরা। ধৃত ১৯ বছরের গৌরবকুমার সাহা অসমের ধুবরির বাসিন্দা। অভিযুক্তের কাছ থেকে ১৯টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। যার মোট ওজন ১ কেজি ২১৫ গ্রাম। বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য ১ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৯৬৬ টাকা। পাচারের ঘটনায় যুক্ত থাকার বিষয়ে রাজস্ব গোয়েন্দাদের তদন্তে ইতিমধ্যে শিলিগুড়ি ও জলপাইগুড়ির কয়েকজন সোনা ব্যবসায়ীদের নাম উঠে এসেছে বলে খবর। ময়নাগুড়ি থেকে গোয়েন্দারা গৌরবকে গ্রেপ্তার করে।
ধনতেরস উপলক্ষ্যে অনেকেই সোনা কেনেন। সেই সোনা আদতে পাচারের কিনা সেই প্রশ্ন ঘটনার পর ওঠা স্বাভাবিক। কেননা শিলিগুড়িকে করিডর করে কোটি কোটি টাকার বিদেশি সোনা পাচার করা হয়। সেই পাচারের সোনা লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সময় শহরের সোনা ব্যবসায়ীদের একাংশের নাম উঠে এসেছে।
জানা গিয়েছে, কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত হয়ে সোনার বিস্কুটগুলি এদেশে নিয়ে আসা হয়। এরপর বেসরকারি বাসে চেপে অভিযুক্ত সোমবার সন্ধ্যায় শিলিগুড়ির দিকে সোনা পাচারের জন্য নিয়ে আসার পরিকল্পনা করেছিল। কিন্তু গোপন সূত্রে খবরের ভিত্তিতে গোয়েন্দারা ময়নাগুড়িতে ওই তরুণকে ধরে ফেলে। তল্লাশি করতেই তার প্যান্টের দুই পকেট থেকে ১৯টি সোনার বিস্কুট উদ্ধার হয়। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী রতন বণিকের বক্তব্য, ‘অভিযুক্ত সোনার কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি।’ ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ৪ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন। শিলিগুড়ির সোনার ব্যবসায়ী দের মধ্যে এই খবর এ আতঙ্ক ছড়িয়ে গেছে।