সিভিক ভলান্টিয়াররা পড়াবেন প্রাইমারি স্কুলে ? ‘মারাত্মক ভাবনা’ রয়েছে আড়ালে , তথ্য ফাঁস বিরোধী দলনেতা নেতার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকারের বিরুদ্ধে এবার ‘ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনলেন এক মারাত্মক’ অভিযোগ । ‘এরাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি পশ্চিমবঙ্গ সরকার’,সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে টুইটে এমনই অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ। এবার সেটা কমে হয় ৭ লক্ষ। ৪ লক্ষ কম পড়ুয়া এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের যুক্তি ছিল, ‘করোনার জেরে অনেক পড়ুয়ার মাঝপথে পড়াশোনার ঘাটতি তৈরি হয়েছে। তাই অনেকেই পরীক্ষায় বসেননি। করোনার সময় ক্লাস রুমে পড়াশোনা করানোর ক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। তারই প্রভাব বলা যেতে পারে।’

যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করেন, অন্য ‘উদ্দেশ্য’ কাজ করেছে এর পিছনে। এককথায় রাজ্যকেই তিনি তুলোধনা করেছেন। টুইটে বিজেপি বিধায়ক লিখেছেন, ”মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ কমেছে।পড়ুয়া সংখ্যা ৩০-এরও নীচে সরকার কর্তৃক চালানো ৮ হাজার ২০৭টি স্কুলে । প্রাথমিক স্তরের স্কুলগুলিতে সাপ্লিমেন্টারি ক্লাস নেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি সম্পূর্ণরূপে বন্ধ করার পরিকল্পনা করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *