চরম বিপজ্জনক দেশের পক্ষে, ফ্রি ফায়ার-সহ ৫৪ চিনা অ্যাপ ফের নিষিদ্ধের তালিকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার জনপ্রিয় ফ্রি ফায়ার গেম ভারতে নিষিদ্ধ হচ্ছে পাবজি, টিকটকের পর। এবার মোদী সরকার ভারতে নিষিদ্ধ হিসেবে তালিকাভুক্ত করেছে ৫৪টি চিনা অ্যাপ্লিকেশনকে। দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। ফ্রি ফায়ার, ভিভা ভিডিও এডিটর, অ্যাপ লক-এর মতো ৫৪টি জনপ্রিয় চিনা অ্যাপস নিষিদ্ধ করা হচ্ছে এই কারণ দেখিয়ে ।

তবে ফ্রি ফায়ার কোনো চিনা অ্যাপ নয়, এই অ্যাপের ডেভেলপার সিঙ্গাপুরের একটি সংস্থা। কিন্তু গত দুই বছরে ফ্রি ফায়ার গেম দেশে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে। সেই ফাঁকা জায়গা নিয়েছিল আর ফ্রি ফায়ার ২০২০ সালে পাবজি বন্ধ হতেই। যদিও ইতিমধ্যে এই অ্যাপসগুলোর লিঙ্ক সরিয়ে দেওয়া হয়েছে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকেও। সূত্রের খবর, ক্ষতিকর সফটওয়্যার অজান্তেই ঢুকে যাচ্ছে অ্যাপ ব্যবহারকারীর মোবাইলে। চিনা সংস্থাগুলো তৃতীয় ব্যক্তির কাছে সেই তথ্য পাঠিয়ে দিচ্ছে অনুমতির কোনও তোয়াক্কা না করে। এমনটাই অভিযোগ কেন্দ্রের।

এদিকে, ভারত সরকার গালোয়ান সংঘর্ষের নেপথ্যে প্রায় ২০০টি অ্যাপ নিষিদ্ধ করেছিল । টিকটক ছাড়াও সেবার তালিকায় ছিল পাবজি, হ্যালো, উই চ্যাটের মতো জনপ্রিয় অ্যাপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *