শিলিগুড়ির চার ব্যাবসায়ীর বিরুদ্ধে বিশেষ আয়কর অভিযান
শিলিগুড়ি : শিলিগুড়িতে গতকাল চারজন ব্যাবসায়ীর বাড়িতে আয়কর দপ্তর থেকে অভিযান চালানো হয় । এদিন সকাল সাড়ে সাতটার সময় আয়কর দপ্তর থেকে শিলিগুড়ির প্রনামী মন্দির রোড এবং সেবক রোডে অভিযান চালায় আয়কর দপ্তরের অফিসারেরা। তারা ছজন আলাদা আলাদাভাবে জিঞ্জাসা করেন ওই ব্যাবসায়ী এবং তাদের পরিবারের লোকজনকে। যদিও শেষ খবর পাওয়া পযর্ন্ত বেশ কিছু সোনা গয়না এবং নগদ টাকা ছাড়া আর বিশেষ কিছু পাওয়া যায় নি, তবুও আয়কর দপ্তরের অফিসারদের অনুমান ব্যাবসায়ীরা সব কথা সত্যি বলছেন না। গত তিন মাস ধরেই ওই ব্যাবসায়ীদের গতিবিধির উপরে নজর রাখছিলেন আয়কর দপ্তরের অফিসারেরা, তাদের ব্যাঙ্ক এবং অন্যান্য জরুরী জিনিসের উপর এবং ব্যাঙ্কের লেনদেনের উপরে নজর রাখছিলেন অফিসারেরা। জানা গেছে ওই ব্যাবসায়ীদের আধুনিক জীবনযাপনের উপরেই সন্দেহ দানা বাধে অফিসারদের। তাদের বিদেশ যাত্রা এবং অন্যান্য কাজকর্ম একেবারেই সন্দেহের মধ্যে ছিল বলে জানা গেছে। গতকাল ফোন করে ওই সব ব্যাবসায়ীদের বাড়িতে থেকে তাদের সাহায্য করতে বলেন আয়কর দপ্তরের অফিসারেরা। আজ সকালেই হানা দেন তারা। জানা গেছে বেশ কিছু বে আইনী জমি বাজেয়াপ্ত করেছেন তারা।