শিলিগুড়ি পুরনিগমে পালিত হল গিরিশ ঘোষের জন্মদিবস ১৮১ তম
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে, বিশিষ্ট বাঙালি সংগীতস্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্যপরিচালক ও নট গিরিশচন্দ্র ঘোষ -এর ১৮১ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শিলিগুড়ি পুর নিগমের ভবনে। আজ সকালে এই প্রবাদপ্রতিম নাট্যকারের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার এছাড়াও মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা।
এদিন মেয়র গৌতম দেব জানান বাংলার মাটিতে এই নাট্যকারের অবদান ভুলে রাখা যায় না। এত সাধারন জীবনযাপনের সাথে সাথে তার প্রতিভাও ছিল অসাধারন। তার সবচাইতে বড় গুন ছিল তিনি একটা জিনিস নিয়ে থাকতেন না, তার মধ্যে বিভিন্ন গুনের সমাহার ছিল। আজকের দিনটিতে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল। আমরা মনে রাখব এই মানুষটির অবদানকে। তার কথা এবং তার জীবনী আমাদের আলাদাভাবে উৎসাহ এবং প্রেরনা যোগাবে বলেও এদিন জানান মেয়র গৌতম দেব।