শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি পালন করা হল ২০ নং ওয়ার্ডে
শিলিগুড়ি : সাত সকালে প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে শিলিগুড়ি পুরসভা এবং রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে পালন করা হল ” মানুষের কাছে চলো ” কর্মসূচি। এদিন মেয়র গৌতম দেব ছিলেন এর প্রধান উদ্যোক্তা। তিনি এদিন কুড়ি নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দাদের বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা শুনলেন এবং তার সমাধানের চেষ্টা করলেন।মেয়র এদিন জানান , আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য চিন্তা করেন সারাটা দিন ধরে। আর তিনি নিজে জানালেন আমি সব সময় মানুষের সমস্যা গুলো বুঝে তা মেটাবার চেষ্টা করি। এটাই আমার দায়িত্ব এবং কর্তব্য। কুড়ি নম্বর ওয়ার্ডে মেয়রের সাথে এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু। মেয়র এদিন আরো জানান এই ভাবেই শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ড পরিক্রমা করবো আমরা। মানুষের সমস্যাগুলো বুঝে চেষ্টা করব তার সমাধান করার, সবসময় সম্ভব হয়না তবুও আমাদের দায়িত্ব তো থাকবেই।
