শিলিগুড়ি পৌরনিগমে ই-পোর্টাল চালু হল সাধারণ মানুষের হয়রানি দূর করতে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে শিলিগুড়ি পৌরনিগম ই-গভর্ন্যান্স প্রক্রিয়া চালু করল সাধারণ মানুষের হয়রানি কমাতে ও পৌর পরিষেবায় স্বচ্ছতা আনতে। এই পৌরনিগমের ই-পোর্টাল চালু উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুরপ্রশাসক গৌতম দেব, পুরপ্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার-সহ অন্য বিশিষ্ট আধিকারিকেরা ৷
জানা গেছে এবার থেকে পুরসভার ই-পোর্টালের মাধ্যমেই অনলাইনেই হবে জনসাধারণের প্রয়োজনীয় জন্ম-মৃত্যু শংসাপত্র, ট্রেড লাইসেন্স অনুমোদন, বিল্ডিং প্ল্যানের যাবতীয় কাজকর্ম। এক্ষেত্রে সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল ,পুর পরিষেবা সংক্রান্ত যে কোনও কাজই যেন সম্পন্ন অনলাইন পক্রিয়ায়। এদিকে পুর বোর্ডের প্রশাসক গৌতম দেব যুদ্ধকালীন তৎপরতায় এই প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেয় পুর বোর্ডের ক্ষমতায় বসেই। আরও কিছু প্রক্রিয়া চালু করার কথা রয়েছে এমনকি চলতি মাসেও। দুর্নীতি বন্ধ হওয়ার পাশাপাশি দালালরাজ বন্ধ হবে এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যম। সাধারণ মানুষজন অনলাইনে আবেদন করতে পারবেন বাড়িতে বসেই।
এই প্রসঙ্গে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, “দীর্ঘদিন ধরে শুনে আসছি পুরসভায় এসব হয় না ৷ অনলাইন এখানে অলীক বস্তু ৷ কিন্তু সব হয় ইচ্ছে থাকলেই৷ রাজ্য সরকার গিয়েছে ই-গভর্ন্যান্সের দিকে৷” আর তিনি আরও দাবি করেন দেশে ই-গভর্ন্যান্সে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে বলেও৷ প্রাথমিক ভাবে কিছুটা অসুবিধে হয়ে থাকে কোনও নতুন পদ্ধতি চালু করতে গেলে, ট্রায়াল রান হয়৷ এরর অ্যান্ড কারেকশন চলতে থাকে৷ তিনি জানান কিছুদিন পরেই সেটা স্বাভাবিক হয়ে যায় বলেই৷ তিনি আরও বলেন, “বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে অটো চেকিং হবে ৷ অনলাইন চেকিংয়ের পর সেটা বিল্ডিং কমিটিতে পাশ করে অফলাইন চেকিং করে , বিও-তে পাশ করে আমরা পাঠিয়ে দেব অ্যাপ্লিক্যান্টের কাছে৷ আর অনলাইন মোডেই হবে পুরো পেমেন্ট৷
আর ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স উপভোক্তাদের নাম নথিভুক্ত করা নেই সরকারের ই-পোর্টালে৷ কিন্তু খুব দ্রুত সেটা হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ যাতে এটা অনলাইনে করা যায়৷ তিনি আরও জানিয়েছেন জুলাই মাসের মধ্যে অনলাইন মোডে চালু হয়ে যাবে পুরো পদ্ধতি৷