শিলিগুড়ি ফ্যামের তরফ থেকে পালিত হল কবিগুরুর ১৬৪ তম জন্মদিবস
শিলিগুড়ি : পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষটি তম জন্মদিবস। এদিন ফ্যামের তরফ থেকে দার্জিলিং জেলা ফ্যামের অন্যতম আহবাহক বিকাশ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলেন। বিকাশ ঘোষ জানান আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এবং কাহিনীর মুলা অনেক। তার লেখা এবং তার গানের কথা আমরা মনে রেখেছি। সারা বিশ্বের মানুষ মনে রেখেছে।আজকের দিনটি বাঙালির কাছে এক অন্য ধারার দিন। এই দিনের কথা আমাদের সবার সারা বছর ধরেই মনে রাখা এবং মনে করা উচিত।
তিনি আরও বলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার গান বিশ্বের মানুষের কাছে এক মুল্যবান সম্পদ।তিনি শুধুমাত্র গানই করেননি তার জীবনের সমস্ত দিক মানুষের কাছে তুলে ধরে ছেন। আজকে কবিগুরুর জন্মদিনে তার কথা এবং তার কাহিনী আমাদের কাছে জীবনের অন্যতম উদাহরন হিসাবে তৈরী হয়ে আছে।তিনি এও বলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে মহাকবি তাই তার কথা আমাদের কাছে পুরষ্কার পাবার মতন । তিনি আরো জানান শিলিগুড়ির মানুষ হিসাবে আমি আজকের দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করতে চেষ্টা করছি।