শীতের মুখে সুখবর পর্যটকদের জন্য, ফের চালু হল নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: শীতের মুখে পর্যটকদের জন্য এক বিরাট সুখবর। রবিবার থেকেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) ফের চালু করলো নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। এদিকে ডিএইচআরের তরফে বার্তাও পাঠানো হয় সব স্টেশন মাস্টারের কাছে।

পাহাড়ের বাঁকে কয়লা পোড়া ধোঁয়ার গন্ধ, কু ঝিকঝিক শব্দ ভুলতেই বসেছিল পাহাড়বাসী। প্রায় সাড়ে তিন মাস গিদ্দা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার ন্যারোগেজ লাইনে ছোটেনি টয় ট্রেন। ধসের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে জরুরি ভিত্তিতে কাজ করেও লাইন মেরামত করতে সাড়ে তিন মাস সময় লেগে গিয়েছিলো রেলের। তবে সমস্যা কাটিয়ে অবশেষে এবার থেকে পাহাড়ে ফের ছুটবে টয় ট্রেন। ইতিমধ্যেই ট্রায়াল রানও হয়ে গিয়েছে। রেল কর্তারাও ক্লিনচিট দিয়েছেন লাইন পরীক্ষা করে। ট্রয় ট্রেনে কর্মরত একজন উচ্চপদস্থ অফিসার এও জানান যদি দেখতে ও বুঝতে পারা যায় সব ঠিক আছে তবে আর দেরি করা হবে না। এই ট্রেন চালু হলে, উপকৃত হবেন পর্যটকেরা এবং দার্জিলিংয়ের স্থানীয় মানুষও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *